উখিয়ায় জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি •


উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩ জুন) ৩টায় দলটির উপজেলা কার্যালয়ে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, দলীলুর রহমান শাহীন, ফজল কাদের, শাহজাহান আলী, মোঃ সেলিম, জামাল মাহমুদ, আবুল হোসেন মেম্বার, ফয়সাল সিকদার টিটু, যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার, যুগ্ন-আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিকী, আলমগীর সিকদার হান্নান, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, যুগ্ম-আহবায়ক মোর্শেদুল হক ভুট্টো, আলী হোসোন সুমন, উখিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল মাহমুদ, উপজেলা সদস্য জিয়াউল করিম রিয়াদ, ইউনিয়ন সভাপতি আহমদ উল্লাহ রিয়াদ, ফয়সাল উদ্দিন ডালিম, খাইরুল হকসহ নেতৃবৃন্দ।

সভা শুরু থেকে পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক।

আরও খবর