ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় বিজিবি ও র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার(৩ জুন) রাতে পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় বালুখালী বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন ১লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
বিষয়টি কক্সবাজার জার্নাল কে নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। তিনি জানান,শুক্রবার রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা মাদক পাচারের খবরে রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। পরে মাদককারবারিরা বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ করে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এসময় ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
একইদিন রাতে উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে অভিযান চালিয়ে ১ লাখ ৬০হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
গ্রেফতার মাদককারবারি হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার ছব্বির আহমদ(৪৫)। এসময় নুরুল ইসলাম প্রকাশ মুনিয়া নামের আরেক মাদককারবারি পালিয়ে যায় বলে নিশ্চিত করেন র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
৩৪ বিজিবি অধিনায়ক আরও জানায়,৩৪ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৪লাখ ৬৭হাজার ১২পিস ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য দুইশত চার কোটি টাকা বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-