লিংক রোডে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারে আগুন

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুন ধরে যায় প্রাইভেট কারটিতে।

শুক্রবার (৩ জুন) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, দুই গাড়ির সংর্ঘষ ঘটেছিল। পরে গাড়িতে থাকা সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুন লেগে যায় প্রাইভেট কারটিতে। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার কথা।

আরও খবর