কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার-৫

ইমরান আল মাহমুদ :


কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তুলাতলী তে
অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

গতকাল বুধবার কক্সবাজার জার্নাল কে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, বুধবার(১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং তুলাতলীতে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৫ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন,তুলাতলীর সৈয়দ আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম(২০),গুরা মিয়ার ছেলে সৈয়দ আলম (৩২),ক্যাম্প-৯ এর মোহাম্মদ রফিকের ছেলে কামাল হোসেন(২০),ক্যাম্প-৮ বি-৩৫ ব্লকের আব্দুল মুনাফের ছেলে মো. ওমর(১৬) ও উলুবনিয়ার আক্তার কামালের ছেলে দেলোয়ার হোসেন(১৭)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর