উখিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি উল্টে পড়ে আছে সড়কে: দুর্ভোগ

তাওহীদুল ইসলাম রাপী •

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম ডায়বেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল সড়কের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দুই জন আহত হয়েছে।

২ জুন (বৃহস্পতিবার) সকালে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ড্রাইভার ও হেলপার ছিলেন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কোটবাজার- সোনারপাড়া সড়কের কাজ চলায় বিকল্প রাস্তা হিসেবে সারাদিন এই ছোট রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে থাকে। যার কারণে রাস্তার বেহাল দশা হয়েছে অল্প দিনেই। যার কারণে দূর্ভোগ বাড়ছে স্থানীয়দের। তার মধ্যে আজ সকালে অতিরিক্ত গ্যাস বোঝাই গাড়ি রাস্তায় মোড় ঘুরতেই উল্টে যায়।

তারা জানান, ভাগ্যিস আশেপাশে তখন অন্য গাড়ি ছিলো না, নাহয় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতো।

এদিকে, এ রিপোর্ট লিখা পর্যন্ত সাড়ে চার ঘন্টার পরেও গাড়িটি সরানো হয়নি। মালিকপক্ষ এসে রাস্তা ব্লক করে ছারপোকার মাধ্যমে গ্যাস সিলিন্ডার উত্তোলন করতে দেখা গেলেও গাড়ি সরানোর কোনো পদক্ষেপ নেননি। এতে রাস্তায় যানযট লেগে দূর্ভোগ বাড়ছে।

আরও খবর