কক্সবাজার জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ ৪ জুন

প্রেস বিজ্ঞপ্তি •

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে আগামী ৪ জুন রবিবার বিকাল ৩ টায় শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম এড. তাপস রক্ষিত, এম.এ. মনজুর, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উপজেলা যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, এড. রেজাউর রহমান, টিপু সুলতান চেয়ারম্যান, ছাত্রলীগ সভাপতি এস.এম. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, শ্রমিকলীগ আহবায়ক শাহেদুল আলম রানা, মৎস্যজীবী লীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ৭১ এর পরাজিত শত্রু এবং বিএনপি সহ সকল ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও এগিয়ে চলা কোন ভাবে সহ্য করতে না পেরে দেশব্যাপী নাশকতাসহ অস্থিত্ব পরিবেশ সৃষ্টির পায়তারা শুরু করেছে। তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। হুমকিদাতাদের উচিত শিক্ষা দিতে হবে। তিনি আগামী ৪ জন বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান।

আরও খবর