উখিয়া সাব- রেজিষ্টার সাহেবের অফিস শুধু সরকারি অফিস নয় বরং একটি দূর্নীতির আখড়া — আজ আমি নিজের কাজে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম – একটি দলিলের নকল কপি নিতে সরকারি খরচ কত?
কর্মকর্তার সামনেই অধনস্থ একজন উত্তর দিলেন – ৭০০ টাকা – সেখানে শতাধিক সাধারণ মানুষ বললেন তাদের নিকট থেকে – ১৫০০/২০০০/২৫০০ করে নেওয়া হয়।
অফিসার সাহেবের সামনেই পুণরায় জিজ্ঞেস করলাম – সরকারি ফিস জমা দেওয়ার পর অবিকল কপি পেতে কতদিন লাগে? উত্তরে অফিস জানালেন ৭/৮ দিন – বাহিরে অবস্থানরত লোকজন জানালেন ১৫০০ টাকা দিলে ২ মাস – ২০০০ টাকা দিলে ১ মাস ২৫০০ থেকে ৩০০০ টাকা দিলে ৭ দিনের মধ্যে পাওয়া যায়।
সাব- রেজিষ্ট্রার সাহেব থাকেন কক্সবাজার শহরের দামী ভাড়া বাসায় ( সম্ভবত বেতনের সবটুকু টাকার সমান ব্যয়ে) – সপ্তাহে সোম – মঙল – বুধবারে তিনি রিজার্ভ গাড়ি নিয়ে অফিসে যাওয়া আসা করেন – ( দৈনিক গাড়ি ভাড়া কমপক্ষে ১০০০টাকা)- রোববার ও বৃহস্পতিবারে তিনি অফিসে যাননা — তাই অপেক্ষমান মানুষের ভোগান্তির শেষ নাই।
রেজিষ্ট্রেশনের সরকারি ফিসের অতিরিক্ত ১% ২% কোন কোন ক্ষেত্রে আরো বেশী ছাড়া রেজিঃ করন হয় না। তাহার মূল যোগান দ্বাতা সহযোগী হলেন – মোহরার – রবিউল্লাহ — আমরা এজন্যই কি দেশটা স্বাধীন করেছিলাম? — আমি জনগণের পক্ষ হইতে দুদকের নিকট তদন্তের দাবী জানাচ্ছি।
লেখক: মাহমুদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, উখিয়া, কক্সবাজার
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-