ইমরান আল মাহমুদ,উখিয়া:
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,উখিয়ার তুলাতলীর আলী হোসেনের ছেলে মো. নুরুল হক,করইবনিয়া এলাকার মৃত মকবুল আলমের ছেলে মো. জাফর আলম।
সোমবার(৩০ মে) সন্ধ্যায় ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন চিত্তবিনোদন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান,৩৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা রেজু পাড়া,আমতলী ও পালংখালী তে গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার দুজনের মধ্যে জাফর আলম কুখ্যাত ইয়াবা গডফাদার ইকবালের চাচা এবং তার স্থলাভিষিক্ত হয়ে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় আরও ১১জনকে পলাতক আসামী করে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-