কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল দক্ষিণ পাড়ার আবুল বারীর ছেলে সফিকুর রহমান। পরিবারের অভাব-অনটনে শৈশবে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যান। তখন বয়স ১২ বছর। প্রাইমারির ছাত্র। এটা মুক্তিযুদ্ধের আগের কথা। এরপর কাজের সন্ধানে ঘুরে বেড়ান বিভিন্ন স্থানে। প্রতারণার শিকার হয়েছেন বহুবার। ১৭ বছর বয়সে নিজেকে আবিষ্কার করেন খুলনায়। প্রতারণার শিকার হন সেখানেও। মানসিক কষ্টে স্মৃতিশক্তি হারান। ভুলে যান মা-বাবা ও আত্মীয়-স্বজনের নাম, ঠিকানা।
বেঁচে থাকার তাগিদে কখনো হকার, কখনো গৃহকর্মীর কাজ করেন। দেশ স্বাধীন হলে বিয়ে করেন খুলনায়। স্ত্রীকে নিয়ে বর্তমান নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গড়ে তুলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘বিলাস এন্টারপ্রাইজ ও মিনি গার্মেন্ট’। তাদের সংসারে আসে তিন সন্তান মিল্টন, লিটন ও মহসিন। তারা বড়ে হয়ে বাবার কাছে জানতে চায়, তাদের দাদার বাড়ির কোথায়? শফিকুর নির্বাক, কারণ তার যেন কিছুই মনে নেই। আল্লাহর কাছে ফরিয়াদ জানান, তার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার জন্য। এভাবে কেটে যায় ৫৪ বছর।
বর্তমানে শফিকুর রহমানের বয়স ৭২। গত রমজানে পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যান। আল্লাহর ঘর ধরে গোনাহ মাফ চান, স্মৃতি ফিরে পাওয়ার আকুতি জানান। তার বিশ্বাস আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন। ওমরাহ শেষে পবিত্র মক্কা নগরীতে পণ্য কেনার জন্য তিনি একটি দোকানে যান।
দোকান মালিক সোহেল জানান, তার বাড়ি বাংলাদেশের কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল গ্রামে। একপর্যায়ে শফিকুরের শৈশব স্মৃতি আসে। সোহেলের বাড়ি আর তার বাড়ি একই গ্রামে। গ্রামের কিছু মানুষের নাম বলার সঙ্গে সঙ্গে শফিকুর সবাইকে চিনতে পারেন।
সোহেল তার ছবি তুলে এলাকার আত্মীয়-স্বজনের মোবাইলে পাঠিয়ে দেন। মক্কা থেকেই ইমুতে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। কয়েকদিন আগে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে নিজ বাড়ি বাকশীমূলে আসেন।
তিনি প্রতিনিধিকে বলেন, বাড়িতে এসে দেখেন অসংখ্য মানুষের মেলা। তাকে দেখতে আসা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানতে পারেন বাবা আব্দুল বারী মারা গেছেন অনেক আগেই, মা আফিয়া খাতুন মারা গেছে ৪ বছর আগে। চার ভাই, তিন বোনের মধ্যে ভাই খোরশেদ আলম ও এক বোন মারা গেছেন। বেঁচে আছেন ভাই জামাল হোসেন, কামাল হোসেন ও দুই বোন। শফিকুর রহমান সবার বড়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-