তাওহীদুল ইসলাম রাপী, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার দুপুর দেড়টার দিকে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বালুখালী মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
আটককৃতরা হলেন, ক্যাম্প-১১ এর জে-২ ব্লকের মৃত মোহাম্মদ ওয়ারেছ এর পুত্র আমান উল্লাহ (২২) এবং ক্যাম্প-১২ এর এইচ-৭ ব্লকের মোঃ ইলিয়াছ এর পুত্র মোঃ জোনায়েদ।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প এলাকার বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান পরিচালনা করলে দুই জন ব্যাক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করলে এক হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-