উখিয়ায় ইয়াবাসহ আবুল হাশেম র‍্যাবের জালে

 

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ে অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

শুক্রবার(২৭ মে) কক্সবাজার জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে রাত ৯টায় উখিয়া ইউনিয়ন ব্যাংকের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি অটোরিক্সা থামানোর সংকেত দেয় র‍্যাব-১৫ এর আভিযানিক দল।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় থাইংখালী এলাকার আবুল হাশেম(৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তল্লাশি করে ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি অটোরিক্সা জব্দ করা হয় বলে জানান তিনি।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।

আরও খবর