প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে টেকনাফ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি •

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটুক্তির প্রতিবাদে টেকনাফ পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবলুর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে টেকনাফ শাপলা চত্বর হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশনের ঝর্ণা চত্বর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে হীনমন্যতার পরিচয় দিয়েছে। আমরা এই ধরনের গর্হিত কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা বেঁচে থাকতে জননেত্রী শেখ হাসিনার প্রতি কটুক্তি মেনে নেব না। যারা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করতে পারে তারা দেশ ও জনগণের শত্রু। তারা জনগণের মঙ্গল কামনা করে না। তাদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও খবর