কক্সবাজার জার্নাল ডেস্ক:
রুশ আগ্রাসন মোকাবিলায় কিয়েভের লঞ্চ রকেট সিস্টেমসহ ভারী অস্ত্রশস্ত্র দরকার বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দিমিত্রো কুলেবা বলেন, শুধু একটি জায়গায় রাশিয়া ইউক্রেনের চেয়ে এগিয়ে আছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্রের পরিমাণ বেশি। কামান, লঞ্চ রকেট সিস্টেম এগুলো ছাড়া তাদের পিছু হটতে বাধ্য করা সম্ভব নয়।
এদিকে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে শান্তি আলোচনায় বসা উচিত, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের এমন পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হেনরি কিসিঞ্জারের এমন মন্তব্যকে ১৯৩৮ সালের জার্মানির নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি।
সূত্র:বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-