কক্সবাজার জার্নাল ডেস্ক:
খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো যায় কিনা এমন প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারা যদি প্রধানমন্ত্রীর মহানুভবতা অনুধাবন করতে না পারে, যে মহানুভবতার কারণে খালেদা জিয়া কারাদণ্ডপ্রাপ্ত হলেও আজকে বাইরে মুক্ত জীবনযাপন করছেন। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী, ভাবতে হবে তাকে আবার কারাগারে পাঠানো যায় কিনা।’
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘আমি ফেসবুকে দেখলাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সাঁতার কেটে পদ্মা নদী পার হচ্ছে। তরুণ ছেলেমেয়েরা তো অনেক ইনোভেটিভ। সামাজিক যোগাযোগমাধ্যম অবারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নানা জন নানা ধরনের মতামত প্রকাশ করেন। ফেসবুকে দেওয়ার অর্থ হচ্ছে এই যে অনেক মানুষ মনে করে তারা জোর বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল পদ্মা সেতু নিয়ে; এ জন্য তাদের পদ্মা নদী সাঁতরে পার হওয়া উচিত। জনগণের সেই প্রত্যাশা প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছুটা উঠে এসেছে। আপামর জনতা মনে করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল, আওয়ামী লীগ সরকার পারবে না বলে আস্ফালন করেছিল, তাদের এভাবেই পার হওয়া উচিত।’
সূত্র: যমুনা টিভি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-