নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা দিনরাত পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করে এবছরের পাঁচ মাসের মধ্যে দশ লাখ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অতিক্রম করেছে।
বুধবার(২৫ মে) কক্সবাজার জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গত বছরের অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উখিয়ার ১১ টি রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই মাদকবিরোধী ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ৮ এপিবিএন। তারই ধারাবাহিকতায় গত ৫ মাসে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তাছাড়াও ভলান্টিয়ার সিস্টেম চালু, ক্লু-লেস মার্ডার কেস ডিটেকশন, সিক্স মার্ডার কেস এর আসামীদের গ্রেফতারসহ ক্যাম্পে দায়িত্বরত এলাকায় ৮ এপিবিএন ব্যাপক সাফল্যের অর্জন করেছে বলে জানান তিনি।
সার্বিক তৎপরতায় ৮ এপিবিএন এর আওতাধীন ক্যাম্পসমূহে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-