উখিয়ায় পাঁচ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যাম্প-৯ তে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

গ্রেফতারকৃত রোহিঙ্গা হলো, ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকের মোহাম্মদ নুর (৩১)।

বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকে রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুর (৩১) কে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য,৮ এপিবিএন ক্যাম্পে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫মাসে ১৬লাখের বেশি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আরও খবর