চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

চকরিয়া প্রতিনিধি :


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় প্রতিপক্ষের হামলায় আমির হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে।

সোমবার (২২ মে) রাত দশটার সময় ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডুমখালী এলাকায় ঘটেছে এ ঘটনা। ঘটনার সময় গোলাগুলি ও ধারা অস্ত্রের ব্যবহার হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বনবিভাগের জমি দখল বেদখল নিয়ে সোমবার রাত দশটার দিকে ডুমখালী গ্রামের কুখ্যাত সন্ত্রাসী রহমান গ্রুপের হামলায় পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় আমির হোসেন নামক এক ব্যাক্তি নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসি। নিউজ লেখার সময় রাত সাড়ে ১১ টায় ঘটনাস্থলে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে বিপুল পুলিশ মোতায়েন ছিল।

আরও খবর