আনছার হোসেন •
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক, শহরের ব্যান্ড সঙ্গীতের অন্যতম শিল্পী ও এসএসসি ৯৩ ব্যাচের শিক্ষার্থী রিপন বড়ুয়া অর্ণব আর নেই। তিনি আজ সোমবার (২৩ মে) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রিপন বড়ুয়ার অন্যতম কাছের বন্ধু করিম উল্লাহ জানান, আজ সকালের দিকে রিপন বড়ুয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুত্র মতে, রিপন বড়ুয়া অর্ণবের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। তার স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় ‘ব্যাং’ শো-রুমের অন্যতম স্বত্তাধিকারী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-