উখিয়া থানা পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়া থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ মামুনুর রশীদ।

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়া ভূমি অফিসের নব-নির্মিত প্রধান ফটকের উদ্বোধন ও ভূমি অফিস চত্ত্বরে বৃক্ষরোপণ শেষে তিনি থানা পরিদর্শনে আসেন।

থানা পুলিশ জানায়, জেলা প্রশাসক হিসেবে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

এসময় উখিয়া থানা পুলিশের পক্ষ হতে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি থানার হাজতখানা, অস্ত্রাগার, স্যানিটেশন ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পুলিশের আবাসন পরিদর্শন করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসাইন সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক সম্পাদক রতন কান্তি দে সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

আরও খবর