আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়া উপজেলা ভূমি অফিসের নব-নির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাস্তবায়নে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নিদের্শনায় আজ বেলা ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
পরে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ভূমি অফিসের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন এবং পরে ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক সম্পাদক রতন কান্তি দে প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-