রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ ৬ জনই মারা গেলেন

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দিলমাস খাতুনও (৫৫) মারা গেছেন। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার দিনের মাথায় দগ্ধ ছয়জনেরই মৃত্যু হলো।

নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই ছেলের চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নুর আলম (৫৯), তাঁর স্ত্রী দিলবাহার (৫১), ছেলে আনোয়ার কামাল (১২) ও মোস্তফা আনোয়ার (৮) এবং প্রতিবেশী আহমেদের ছেলে হাফিজুল (৭)।

১২ মে সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ /ইস্ট-এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত দগ্ধ ছয়জনই মারা গেছেন

আরও খবর