সৈকত থেকে ৬০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত থেকে ১২লাখ টাকার মূল্যের ৬০হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বাহারছড়ার শামলাপুরের হেলাল উদ্দিন নামে এক নৌকার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে সরকারিভাবে প্রঞ্জাপণ জারি করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কায়সার খসরু।তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নান্নু মিয়া ও কোস্টগার্ড টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ইসমাইল প্রমূখ।

ইউএনও কায়সার খসরু বলেন, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টেকনাফ পর্যটন মাছ ঘাট, মহেষখালীয়াপাড়া, তুলাতুলি, বাহারছড়ার বড় ডেইল ও শামলাপুর মাছ ঘাট এলাকার বিভিন্ন সমুদ্রসৈকতে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬০হাজার মিটার বিহিঙ্গ, কারেন্ট ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় একজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, জব্দ করা জালগুলো স্ব স্ব এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার জেলেদের মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব জাল ব্যবহার না করার পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হয় এবং অনেকে সতর্ক করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর