পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হেফজখানা ছাত্রের মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবদুল্লাহ আল তাজবীদ (৮) নামে হেফজখানার এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাঘগুজারা হেফজখানা ও এতিমখানা সংলগ্ন পুকুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল তাজবীদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকার আবদুল গণির ছেলে।

নিহত ছাত্রের পিতা জানায়, গত এক সপ্তাহ আগে আমার ছেলেকে আমি হেফজখানায় ভর্তি করে দিই। শুক্রবার সকালে হেফজখানার পুকুরে অন্যান্য ছাত্রদের সাথে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে মারা যায় আবদুল্লাহ। পরে হেফজখানার এক শিক্ষক বিষয়টি আমাকে ফোনে অবহিত করে।

আরও খবর