নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া ধুরুংখালী এলাকা থেকে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২০ মে ২০২২) দুপুর ১টার দিকে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল হলদিয়াপালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে।
এ সময় এজাহারভুক্ত হত্যা মামলার আসামী রামু উপজেলার ৩নং ওয়ার্ডের জমিরাকাটা এলাকার মৃত জালাল আহমেদ এর ছেলে আব্দুল জলিল (৪৫) কে গ্রেপ্তার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে রামু থানার মামলা নং-০৩/৬৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-