বেলাল আজাদের কবিতা- তুমি অন্য মানুষ

  তুমি মানুষরূপী-অমানুষ-
   মানুষ্যত্ব বা মানবতার ছিটেফোঁটাও তোমাতে নাই,
সততা, ন্যায়পরায়ণতা তোমাকে দেখে অদূরে পালায়,
তোমার কাছে ভালবাসা মূল্যহীন, প্রেম তো ছাই।
তুমি মুখোশের আড়ালে শয়তান-
অভিশপ্ত, অন্যরূপী মানব তুমি আদতে কুলাংগার,
তোমার স্বার্থে তোমার খপ্পরে বহু জীবন ছারখার,
আপাদমস্ত মানুষরূপী তুমি আসলে দু’পায়ী জানোয়ার।
তুমি চরিত্র বিহীন- অভিনেতা, 
সুশ্রী দেহ তোমার মুখে মাধুর্যতা, অন্তরে তিতা, 
তোমার কথায় আর কাজে মিলহীন, সবই অসত্যতা,
তোমার চাল-চলনে যুগে যুগে লাঞ্চিত সভ্যতা-মানবতা। 

আরও খবর