চকরিয়ায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ও সুরাজপুর সংযোগ ব্রীজের রেলিং থেকে অসাবধান বশত: ছিটকে পড়ে জাহাঙ্গীর আলম (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যূ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে কাকারা ইউনিয়নস্থ মাঝেরফাঁড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলা কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বিয়ারিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
ব্রীজ থেকে যুবক পড়ে মৃত্যূর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছেলেটি আমাকে ফোন করেছে। সে ফোনে আমার কাছ থেকে ভোটার তথ্য সংক্রান্ত জানতে চাই। কথা শেষে ছেলেটি বোধয় ব্রীজের রেলিংয়ে বসে ফেসবুক দেখছিল।

এমতাবস্থায় হঠাৎ নাকি সে পেছনের দিকে ঝুঁকে নিচে পড়েছে বলে স্থানীয়রা আমাকে জানান। পরে তাকে স্থানীয় লোকজন ব্রীজ নিচ থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে প্রতিমধ্যে সে মারা যান।
সিবিএন

আরও খবর