অস্ত্রসহ র‍্যাবের জালে হলদিয়ার টিটু!


উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

শুক্রবার(২০ মে) সকালে কক্সবাজার জার্নালকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে রাত সাড়ে ৯টায় হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপরাধ কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্হানরত অবস্থায় পাগলিরবিল এলাকার সৈয়দ আহমদের ছেলে নজরুল ইসলাম টিটু(৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীর দেহ তল্লাশি করে কোমরে গোঁজানো একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

আরও খবর