বিশেষ প্রতিবেদক •
কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সদ্য সাবেক উপ-পরিচালক (ডিডিএলজি) ও কক্সবাজার জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়কে জামালপুর জেলার নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার।
এছাড়া কক্সবাজার জেলার বহু উন্নয়ন প্রকল্পের কর্ণধার ও জেলার কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায় জামালপুরের ডিসি হিসাবে পদায়ন করা হয়েছে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-