টেকনাফ অফিস :
কক্সবাজারের টেকনাফে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ শহীদুল ইসলাম (২২) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের আইয়ুব এর জোড়া বিএসপি খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শহীদুল টেকনাফের জাদিমুড়া এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।
টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টিম আইয়ুব এর জোড়া বিএসপি খাল কেওড়া বাগানে অবস্থান নেয়। এক পর্যায়ে একজন ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশী করে তার পিঠে গামছা দিয়ে বাধা অবস্থায় এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
বিজিবির এ কর্মকর্তা জানান, মাদক বহন ও পাচারের অভিযোগে আটক শহীদুলের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের ও তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-