এম.এ আজিজ রাসেল •
ওজনে কারচুপি ও নকল—নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় র্যাব—১৫।
র্যাব—১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজারে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রি এবং বিভিন্ন উপায়ে ওজনে কারচুপি করা হচ্ছে। যার ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তাই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে র্যাব—১৫ এর একটি আভিযানিক দল রামু, লিংকরোড, হিমছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে ওজনে কারচুপি করে প্রতারণার দায়ে আপন ট্রেডিংকে ৫০ হাজার, নিষিদ্ধ ও নকল পণ্য বিক্রির দায়ে নুরু স্টোরকে ১০ হাজার, সেলিম স্টোরকে ১০ হাজার, বাবর স্টোরকে ১০ হাজার, করিম স্টোরকে ১০ হাজার, মামুন স্টোরকে ১০ হাজার, মুসা এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-