কক্সবাজারে দুই ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

১৬ মে সোমবার র‌্যাব-১৫ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর ও টেকনাফের লেদা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার পশ্চিম ঘোনারপাড়ার মাহাবুব আলম এর পুত্র মোহাম্মদ শাকিল ইসলাম ওরফে বাবু (২৬) এবং টেকনাফের পূর্ব মহেশখালীয়াপাড়ার নজির আহমেদ এর পুত্র মোঃ জালাল উদ্দিন ওরফে লেদাইয়া (৩৪)।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর