টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) এর সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স সি ব্লক এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সি/৩ ব্লকের রোহিঙ্গা মো. আমিনের ছেলে আনোয়ার ইসলাম (২৯) ও তার স্ত্রী আমেনা বেগমকে (২৪) আটক করতে সক্ষম হয়।
তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত রোহিঙ্গা দম্পতিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-