নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫
১৬ মে সোমবার র্যাব-১৫ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর ও সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড মধ্যম বাহারছড়ার নুরুল হুদার পুত্র মোঃ নাঈমুল হুদা ওরফে নাঈম (২৫), শহরের বাদশাঘোনার মৃত হোছেন এর পুত্র জাফর আলম (২৬),একই এলাকার মোজাহের আহম্মদ এর পুত্র মিজান (২৯),শহরের বৈদ্যর ঘোনারপাড়ার মোঃ ইমাম হোসেন ওরফে আমির হোসেন (৩৭),সদরের খুরুশকুল ৯নং ওয়ার্ড এর মোঃ আলম ওরফে মা আলম মাঝির পুত্র মোঃ জুয়েল (২৪) এবং একই এলাকার মোঃ হাবিব (৩৫)
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-