কক্সবাজার জার্নাল ডেস্ক:
হঠাৎ করেই পণ্য বিক্রি স্থগিত ঘোষণা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হতে যাওয়া বিক্রি কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে ১১ মে সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১৬ মে থেকে সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি করবে সংস্থাটি। চলবে ৩০ মে পর্যন্ত। সারাদেশে ২৫০ থেকে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। টিসিবির ঘোষণা অনুযায়ী, সংস্থাটির ডিলাররাও প্রস্তুতি নেন। কিন্তু শেষ মুহূর্তে এসে পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
১১ মে এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম চলবে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ ও ছোলা ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা একবারে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল নিতে পারবেন।
ঢাকা ও বরিশাল ছাড়া সারাদেশে এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ভবিষ্যতেও শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। কিন্তু ঢাকা ও বরিশালে এখনও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজ শেষ হয়নি। ফলে চলতি মাসের বিক্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিসিবি। এর ফলে আজ থেকে ৩০ মে পর্যন্ত যে বিক্রি কার্যক্রম হওয়ার কথা ছিল, তা পুরোপুরি স্থগিত করা হয়েছে। আগামী জুন মাস থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে।
সমকাল অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-