নাইক্ষংছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২

মোঃ আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম চাকমাপাড়া কলাজাইং টিলায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই উপজাতি মাদক পাচার কারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ১৩ মে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) এর অধিনায়ক মেহেদী মোঃ মেহেদি হোসাইন কবির।

আটক ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যয়ছড়ি চাকবৈঠা রেজু গর্জনবনিয়া এলাকার জিন্যাউ তঞ্চঙ্গ্যার ছেলে লামংগ্যা তংঞ্চঙ্গ্যা (২৮) ও মৃত রাশি অং তংঞ্চঙ্গ্যার ছেলে লাতাইমং তংঞ্চঙ্গ্যা (৩৬)

বিজিবির অধিনায়ক আরও জানান, ৩৪ বিজিবি’র অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুআমতলী বিওপির একটি টিম ঘুমধুম ইউপি’র চাকমাপাড়া কলাজাইং টিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এসময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২ জনকে আটক করা হয়। পরে ওই বাড়ি তল্লাশি করে মাটির নিচের গর্ত হতে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর