ক্রীড়া ডেস্ক:
সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৬-০ গোলে উড়িয়ে দিয়ে হেসে খেলেই ম্যাচ জিতেছে কারিম বেনজেমা-লুকা মদরিচরা। আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আনচেলত্তির শিষ্যরা।
খেলার শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩ মিনিটে ফেরলঁদ মঁদির গোলে লিড নেয় রিয়াল। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। ৩৪ মিনিটে রদ্রিগো ও ৪৫ মিনিটে ভেনিনিউস জুনিয়রের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় লেভান্তে।
বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে সফরকারী দলটি। তবে ভেনিনিউসের হ্যাটট্রিক আটকাতে ব্যর্থ হয় তারা। ৬৮ ও ৮৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে রিয়ালের বেশ কয়েকটি সুযোগ নষ্ট না হলে বাড়তে পারতো গোল ব্যবধান।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-