আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
উখিয়ার রোহিঙ্গা শিবিরে রান্না করার সময় অসাবধানতা বশত: গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছে নারী-শিশুসহ ৬ জন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮ টার দিকে কুতুপালং ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রোহিঙ্গা নুর আলমের স্ত্রী সকালে রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয় জন অগ্নিদগ্ধ হয়। আগুন দেখে পরিবারের অন্যান্য সদস্য এবং আশেপাশের রোহিঙ্গারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এসময় শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে অগ্নিদগ্ধ ব্যক্তিদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক (পিপিএম)।
তিনি জানান, রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। এতে নারী-শিশুসহ ছয়জন রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয় এবং শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-