চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার এলাকার সাগরপাড় থেকে মো. ইউসুফ (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে সাগরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি (তদন্ত) আহম্মদ উল্লাহ ভূঁইয়া।
ইউসুফ পতেঙ্গার হোসেন আহম্মেদ পাড়ার মো. ইসমাইলের ছেলে।
আহম্মদ উল্লাহ ভূঁইয়া বলেন, সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-