পরিবারের সদস্য ও সাংবাদিকসহ আহত ১৫

চকরিয়ায় সাংবাদিক জিয়াবুল হকের বসতঘরে সন্ত্রাসীদের হামলা, লুটপাট

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সংবাদিক এম জিয়াবুল হকের পরিবারের সদস্য ও বসত বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাপ চালিয়েছে সন্ত্রাসীরা।

এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনতাইসহ বসতঘর ভাংচুর, লুটপাট এবং পবিবারের সদস্যসহ সহকর্মী সাংবাদিকদের সন্ত্রাসী হামলা চালায় অভিযোগ করেছেন ভূক্তভোগী সাংবাদিক এম জিয়াবুল হক। সন্ত্রাসী হামলায় সাংবাদিক পরিবারের সদস্য ও বেশ কয়েকজন সাংবাদিকসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।

বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ভূক্তভোগী সাংবাদিক এম জিয়াবুল হক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা বর্তমানে চকরিয়া উপজেলা ভূক্তভোগী সাংবাদিক এম জিয়াবুল হক বলেন, আমার ২৬ বছরের ভোগ দখলীয় জমিতে মঙ্গলবার সকালে পাঁকা ঘর নির্মাণের কাজ করছিলাম।

এসময় স্থানীয় সন্ত্রাসী নাজেম উদ্দিন ও শামসুল আলম ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাজেম উদ্দিন ও শামসুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের সামনে আমাদের উপর বর্বর হামলা চালায়। এ সময় আমিসহ আমার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিকও আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে চলে যায়।

পুলিশ চলে যাওয়ার পর দুপুর ১টার দিকে আবারও আমার বসতঘরে হামলা ও লুটপাট শুরু করে সন্ত্রাসীরা। এ সময় বঁাধা দিতে গেলে আবারও আমাদেরকে মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান সাংবাদিক এম জিয়াবুল হক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, সাংবাদিক এম জিয়াবুল হকের বসতঘরে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

আরও খবর