উখিয়ায় খামার বাড়িতে বিজিবির অভিযান: এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লক্ষ ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির সদস্যরা।

রবিবার আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার নাছির উদ্দিনের খামার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবির সদস্যরা।

আটককৃত মাদককারবারী রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার চেহের আলীর পুত্র নাছির উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস আভিযানিক দল উপজেলার করবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে। এসময় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

তিনি আরও বলেন, আটককৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করে ৪ জনকে পলাতক আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও খবর