ডেস্ক রিপোর্ট :
মে দিবসসহ ঈদের চার দিনের ছুটিতে সড়কে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে রংপুরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন, পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন ছাত্র নিহত হয়েছে। গতকাল ব্যুরো, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
রংপুর :গত বুধবার রংপুর নগরীর পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাঁধা গ্রামের আমজাদ হোসেন, ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া ও নাজমা বেগম। বাকি দুই জনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় :গত বুধবার একটি মোটরসাইকেলে তিন ছাত্র বেড়াতে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জনই নিহত হন। পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো—জিয়াবাড়ী খালপাড়া এলাকার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম, একই এলাকার তারেক বিল্লালের ছেলে মাহাবুবার রহমান শিশির ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক। এদের মধ্যে শিশির হাফিজাবাদ দ্বারিকামারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। আবু বক্কর সিদ্দিক একই স্কুলে দশম শ্রেণির ছাত্র। এ ছাড়া গতকাল তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খোরশেদ আলম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা :ঈদের ছুটিতে চান্দিনা, লাকসাম ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার একজন কর্মকর্তাসহ চার জন নিহত হয়েছে। এদের মধ্যে মো. হেলাল উদ্দিন চাঁদপুরের বাসিন্দা এবং তিনি পেট্রোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ কার্যালয়ে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ :তাড়াশ, কামারখন্দ ও চৌহালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঈদের দিন মঙ্গলবার বিকেলে তাড়াশে, সকালে চৌহালীতে ও সোমবার রাতে কামারখন্দে এ দুর্ঘটনা ঘটে।
টেকেরহাট (মাদারীপুর) :রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ চার জন নিহত হয়েছে। গত বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা ও মঙ্গলবার শিমুলতলায় এসব দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট (বাগেরহাট) :গত রবিবার খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হয়েছে ১০ জন। নিহত শিশু আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল।
বরিশাল :বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
যশোর :গত বুধবার চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃতু্য হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) :গতকাল দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ের মুন্নার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান বিজয় নামে এক মোটরসাইকেলচালক এবং অজ্ঞাতপরিচয় ট্রাকের এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) :গতকাল উপজেলার ফুলবাড়ীয়া-শিবগঞ্জ সড়কের ছলির বাজারে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো— চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আ. হান্নান ও আলা উদ্দিনের ছেলে নয়ন।
মিরসরাই (চট্টগ্রাম) :গত বুধবার স্বাধীন বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের (সড়ক বিভাজক) ওপর উলটে পড়ে দুই যাত্রী নিহত ও আট জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল, চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্য্যের ছেলে শান্ত আচার্য্য ।
এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মোটরসাইকেল আরোহী, বরিশালের গৌরনদীতে এক কিশোর, বাগেরহাটের শরণখোলায় টমটমের এক চালক, মুন্সীগঞ্জের শ্রীনগরে ও নোয়াখালীর সেনবাগে এক জন করে মোটরসাইকেল আরোহী, মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর ধাক্কায় এক ব্যক্তি, জামালপুরে এক অটোরিকশাচালক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পথচারী, জয়পুরহাটে এক সুপারি ব্যবসায়ী, সাতক্ষীরার শ্যানগরে এক বৃদ্ধা ও তালায় এক শিশু, রাজশাহীর বাঘায় এক শিশু, মেহেরপুরে এক যুবক, নাটোরের বড়াইগ্রামে এক কিশোর, পাবনার সুজানগরে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক জন করে এবং গাইবন্ধায় দুই জন নিহত হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-