টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত আব্দুল আমীন (৩৫)কে আটক করা হয়।
অভিযুক্ত আব্দুল আমীন আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ সোলায়মানের ছেলে।
১৬-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গতকাল রাতে ক্যাম্পে বসবাসরত এক নারীকে ধর্ষণ করে আবদুল আমিন, এমন অভিযোগের ভিত্তিতে এপিবিএনের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনকে আটক করে।
মামলার পর আটককৃতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-