উখিয়া প্রতিনিধি •
কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ পশ্চিম লারপাড়া এলাকার কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২ মে আনুমানিক সাড়ে ৭টার উক্ত স্থানে পৌঁছে ছুরুত আলম (৪৪) নামের একজনকে গ্রেফতার করে। সে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের মৃত আলী মদনের ছেলে।
ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব সুত্রে জানাগেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-