খুনিয়াপালংবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রামুর খুনিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুই দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ।

এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক আবদুল মাবুদ বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

এসময় তিনি দেশবাসী সহ খুনিয়া পালংয়ের আপামর জনসাধারণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছেন।

আরও খবর