রোজা আমাদের আত্মসংযম হতে শেখায়। উপবাস আমাদের ধৈর্য আর নির্লোভ হতে শেখায়। রমজানের পুরো মাস আমাদের এ শিক্ষাই দিয়েছে। আগামী রমাদান পর্যন্ত এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই এ প্রত্যাশা।
একমাস সিয়াম সাধনার পর মহা আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক এমন প্রত্যাশা।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ ধনী-গরীব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। এ উপলক্ষে উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতির সকল সদস্য ও আমার সকল শুভানুধ্যায়ীকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সবার জীবনে সুখ ও শান্তি অব্যাহত থাকুক এই প্রার্থনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-