চট্টগ্রাম •
চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ মো. কামাল (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় সিডিএ মডেল আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল টেকনাফের সাবরাং মান্নানপাড়ার মো. আবু নাছেরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের সিডিএ মডেল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছে পাওয়া যায় সাড়ে ৫ হাজার ইয়াবা। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-