টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
আটক কারবারিরা টেকনাফে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে টেকনাফ দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবর পায় বিজিবি।
খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলে জালিয়ারদ্বীপের কেওড়া বাগানে অবস্থান নেয়।
আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ এক ব্যক্তিকে জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে কাঠের নৌকায় জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায় বিজিবি সদস্যরা।
এসময় এক চোরাকারবারি নাফ নদী সাঁতরে মাছ শিকাররত ওই জেলেকে একটি বস্তা হস্তান্তর করে। পরক্ষণেই পূর্ব থেকে অবস্থান নেয়া বিজিবি সদস্যরা চারদিক থেকে স্পিডবোটের মাধ্যমে ঘেরাও করে দুজনকে আটক করে।
পরে তাদের কাছ থেকে একটি বস্তা জব্দ করে। ওই বস্তা থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকসহ আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-