উখিয়ায় শপিংমলে ক্রেতাদের ভিড়,শো-রুমে গলাকাটা বাণিজ্যের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদকে সামনে রেখে শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়। সারাদেশের ন্যার কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে ঈদ বাজার। তবে শো-রুম খোলে গলাকাটা বাণিজ্যেরও অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়,কোর্টবাজার মেগামার্ট,আম্মাজান পাঞ্জাবি হাউস,স্টার প্লাস,ব্লু ড্রিম সহ কয়েকটি ব্র্যান্ডের শপিংমলে অতিরিক্ত মূল্য ছাপিয়ে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় কাপড়ের গায়ে। তবে এসব উচ্চ মূল্যের কাপড়ের মান নিয়ে প্রশ্নের শেষ নেই সাধারণ ক্রেতাদের।

সম্প্রতি শপিং করতে আসা উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন তার ফেইসবুক ওয়ালে লিখেছেন,”কোটবাজার তথাকথিত মেগামার্ট,আম্মাজান ও স্টার প্লাস সহ শোরুমগুলোতে চলছে গলাকাটা বাণিজ্য।”

অপর স্ট্যাটাসে তিনি বলেন,”কোর্টবাজারে অভিনব প্রতারণা। ১০০% দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ১৫-২০ শতাংশ ছাড়। ভোক্তা অধিকার ও প্রশাসনের অস্তিত্ব নেই।”

তবে,অতিরিক্ত মূল্য ছাপানোর বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।