কক্সবাজার জার্নাল ডেস্ক:
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে কৃষ্ণ সাগরের সেভাস্তোপল নৌ ঘাঁটিতে প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক ডলফিন মোতায়েন করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউটের (ইউএসএনআই) পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
পানির নিচ দিয়ে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষায় এই পদক্ষেপ নেয় মস্কো। প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক ডলফিন দুটি গত ফেব্রুয়ারিতে সেভাস্তোপল ঘাঁটিতে স্থানান্তরিত করা হয় বলে মার্কিন প্রতিবেদনে এসে।
বন্দরের নৌ ঘাঁটির স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে মার্কিন নৌবাহিনীর নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর দিকে রুশ সমুদ্রসীমায় দুটি ডলফিন মোতায়েন করা হয়। যদিও এ বিষয়ে মস্কোর কাছ থাকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-