উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আবদুল্লাহ আল আজিজ •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ এপ্রিল (বুধবার) দুপুর ২টার সময় উপজেলার রত্নাপালং ইউপিস্থ ৫নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকা হতে মাদক কারবারীকে ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ওই এলাকার আলী আহমদ এর পুত্র আব্দুল আলম (২৭)।

উখিয়া থানার ওসি এর সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল আলমকে তল্লাশী চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের জব্দ করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর